ঢাকাWednesday , 2 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

লোহাগড়ায় দুই ব্যবসায়ীর দ্বন্দ।। অবশেষে সংবাদ সম্মেলন।

দেশ চ্যানেল
October 2, 2024 11:16 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের  লোহাগড়া বাজারে দুই  ব্যবসায়ীর মধ্যে  টাকা লেনদেন নিয়ে দ্বন্দে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন  অপর ব্যবসায়ী।

লোহাগড়া বাজারের ব্যবসায়ী সাবেক পৌর কাউন্সিলর বিশ্বনাথ দাশ ভুন্ডুল বুধবার সকালে  জয়পুর   শ্বশাসঘাটে সংবাদ সম্মেলনে বলেন, আমার সাথে জয়পুর গ্রামের বাসিন্দা বুলবুলের   দীর্ঘদিন যাবত ব্যবসা বাণিজ্য  চলছিলো। বুলবুলের  সাথে  ব্যবসায়িক  লেনদেনের আসল যে ১০ লাখ টাকা সেটা অনেক আগেই পরিশোধ করেছি। কিন্তু ব্যবসায় লোকসান হওয়ায় লাভের টাকা দিতে পারিনি। তবে  বুলবুলের টাকার দাবি ছিলো।

ব্যবসার শুরুতে টাকার নিরাপত্তা বাবদ বুলবুলকে  ব্লাংক চেক ও ষ্টাম্প  দেয়া ছিলো। লাভের টাকা না দেওয়ায় বুলবুল আমার চেক ও স্টাম্প ফেরত দিচ্ছিল না।

মঙ্গলবার  সন্ধ্যায় ব্যবসায়ী বুলবুল ও টনি লোহাগড়া বাজারে আমার দোকানে এসে চেক ও স্টাম্প  ফেরত দিয়ে  আমার নিকট থেকে জোর করে ২ লাখ টাকা নিয়ে যায়।

 

এ ঘটনা আমি  তাৎক্ষণিকভাবে  স্থানীয় বিএনপি নেতাসহ   সাবেক জেলা পরিষদ সদস্য ও ব্যবসায়ী মদন কুমার কুন্ডু কে  জানাই।

বিশ্বনাথ দাস ভুন্ডুল জানান, ব্যবসায়ী মদন কুমার কুন্ডু ও  বিএনপি নেতাদের চেষ্টায় জোর করে নেয়া  টাকা ফেরত পেয়েছি।

ব্যবসায়ী  বুলবুল বলেন, আমার  সাথে ব্যবসায়ীক লেনদেন ছিলো।  সমাধান হয়েছে। দুই লাখ টাকা নেবার বিষয়টি সঠিক না। একটি মহল লোহাগড়া বাজার বনিক সমিতির আসন্ন  নির্বাচনকে কেন্দ্র করে আমার  বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST