জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায়, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তিভোগী কৃষক ও কৃষি অফিসের কর্মচারী বৃন্দ।
রবিবার (২৯ ডিসেম্বর)বেলা ১২ টার সময় উপজেলা গেটের সামনে এমানববন্ধন অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তার ফারজানা আক্তারের বিরুদ্ধে কৃষকরা একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন যা কৃষকদের সেবা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত করেছে।ওই অফিসের কর্মচারীরা অভিযোগ করেছেন যে, কৃষি কর্মকর্তা তাদের সাথে অসম্মানজনক আচরণ করেন।
প্রয়স অফিস স্টাফদের সাথে দুর্ব্যবহার করেন, ফটোকপি করার ক্ষেত্রে অতিরিক্ত জটিলতা, প্রকল্পের বরাদ্দের তথ্য গোপন রাখা, প্রণোদনার সেবায় প্রয়োজনীয় উপকরণ না দেয়া, কৃষকদের জন্য সহায়তার অভাব,মাঠে সহকারি কৃষি কর্মকর্তা প্রবির দাশ কখনো মাঠে যান না।বরাদ্দকৃত সরকারি গাড়ির নিজ কাজে ব্যাবহার করেন যা আইনের পরিপন্থী এই বিষয়টি উপজেলা আইন শৃংখলা মিটিংয়ে উঠলে তিনি তা ভ্রুক্ষেপ করেন নাই। এছাড়া, অফিসে অন্যায়ের প্রতিবাদ করলে কর্মচারীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে ।
এসব কারণে অফিসের পরিবেশ অত্যন্ত নেতিবাচক হয়ে পড়েছে এবং কৃষকদের সেবা প্রদান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় কৃষকরা ওই কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।