ঢাকাTuesday , 6 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে জনসচেতনতা কর্মসূচি পালিত।

Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়েছে।

মংগলবার ৬ মে বেলা ১১টায় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের নেতৃত্বে লোহাগড়া উপজেলার প্রধান গেটের সামনে ঢাকা-বেনাপোল মহাসড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ গ্রহণ করেন উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা,লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমান,নড়াইল জেলায় কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ট্রাফিক বিভাগ) ফারুক আল মামুন ভুইয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ ভুঁইয়া, সুশীল সমাজ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়াতুজ্জামান, নিরাপদ সড়কের সৈয়দ খাইরুল ইসলাম, গনমাধ্যমকর্মী ও স্কাউটবৃন্দ।

এসময় সকলে মহাসড়কে চলাচল করা সকল যানের ড্রাইভারদের সচেতন করেন। নিয়ন্ত্রণের সংগে গাড়ী চালানো,গতি সীমিত রাখা,যথাযত ভাবে সড়ক আইন মেনে চলা। কর্মসূচি পালন কালে বেপরোয়া ভাবে যান চলাচলের কারনে ৬ টি মোটরসাইকেল, ২টি ব্যাটারী চালিত ভ্যান ও বালু ভর্তি লাটাই গাড়ি আটক করে ৯ টি মামলা দিয়ে ৪ হাজার ৫ শ টাকা জরিমানা করেন।

কর্মসূচি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ সকলকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে এবিষয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও সামাজিক অনুষ্ঠানে অবহিত করার জন্য অনুরোধ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST