জেল প্রতিনিধি : নড়াইল
নড়াইলের লোহাগড়ায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৭ ডিসেম্বর) বিকালে শহরের লোহাগড়া কমিউনিটি সেন্টারে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, সহ-সভাপতি ফয়জুল হক রোম, উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি ও সাবেক মেয়র মো: আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, পৌর কাউন্সিলর মো: ফারুক শেখ, শাহজাহান সিরাজ বিদ্যুৎ, যুবলীগ নেতা মহসিন শেখ প্রমূখ।
বর্ধিত সভায় বক্তারা বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের মাধ্যমে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। ভোটের দিন সর্বোচ্চ সংখ্যক ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত করে এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।