সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি( নড়াইল)
নড়াইলের লোহাগড়ায় প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) লোহাগড়া শাখার উদ্ধোধন করা হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলার আল্লারদান ক্লিনিকের তিন তলায় এ শাখার উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নবগঙ্গা ডিগ্রী কলেজের সভাপতি মোঃ রাশিদুল বাশার ডলার। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ)।
সভায় সভাপতিত্ব করেন প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের চেয়ারম্যান একে আজাদ (ইকতিয়ার)।
নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মোল্যার সঞ্চালনায় উদ্ধোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন লায়ন নুর ইসলাম, নড়াইল জেলা পরিষদের সদস্য সৈয়দ শামচুল আলম কচি, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুজ্জামান প্রমুখ।
এছাড়া প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের (পিটিএফ)উন্নয়ন পরিচালক মোঃ রেজাউল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ মোজাম খান, পৌর কমিশনার পৌর কমিশনার মোঃ সাহিদুর রহমান, মোঃ হাসান বিশ্বাস, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লোহাগড়া শাখার পরিচালক মোঃ গোলাম কিবরিয়া মোল্যা বলেন, এ প্রতিষ্ঠানের উদ্যোগে ১, ২,৩ ও ৪ বছরের মেয়াদী প্যারামেডিকেল কোর্সের উপর বিশিষ্ট চিকিৎসক দ্বারা প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র দেয়া হবে। স্বাস্থ্য সেবার মান উন্নত করতে আমাদের এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ অনুষ্ঠানে প্রায় ৫০ জন নারী ও পুরুষ প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।