জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভায় জয়পুর লাহুড়িয়া রোডে প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার যেন এক নাট্য মঞ্চ।
সুত্রে জানাগেছে পৌরসভার জয়পুর গ্রামের ফুলিকাজির মোড়ে প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারে মধ্যে দাড়িয়ে অচেতন ও মুমূর্ষু রোগীদের নিয়ে “টিকটক” করে ফেসবুকে আপলোড করে ভাইরাল হয়েছে। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি বর্হিভুত। ক্লিনিক সুত্রে জানাগেছে প্রিয়া নবম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করেছে। কথিত নার্স প্রিয়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের শরশুনা গ্রামের মোসাব শেখের মেয়ে। তার কোন সেবিকা / নার্সের প্রশিক্ষণ নাই। কথিত নার্স প্রিয়ার সংগে সাংবাদিকদের কথা হলে তিনি ফেসবুকে মুমূর্ষু ও অচেতন রোগীদের নিয়ে টিকটক করে ফেজবুকে আপলোড করার কথা স্বীকার করেন।
প্রত্যাশা ক্লিনিকের মালিক সেলিমের সাথে এবিষয়ে কথা হলে ভুল স্বীকার করে প্রিয়াকে ক্ষমা করে দিতে বলেন।
এঘটনায় সচেতন মহলে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এবং ওই কথিত নার্স প্রিয়া শাস্তির দাবী করছেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাসনাত সাথে কথা হলে তিনি বলেন অপারেশন থিয়েটার কোন কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। আর সেখানে মুমূর্ষু রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা সীমাহীন অপরাধ। বিষয়টি নিয়ে আমি আইনগত পদক্ষেপ নিবো।