লোহাগড়া প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া সরকারি আর্দশ মহাবিদ্যালয়ে বাউবির কেন্দ্রে এইচ এসসি পরীক্ষায় বডি চেন্জ করে পরীক্ষা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত ১১ জুলাই শুক্রবার লোহাগড়া সরকারি আর্দশ মহাবিদ্যালয়ের বাউবি কেন্দ্র এঘটনা ঘটেছে। সুত্রে জানাগেছে ওই দিন আহাদুজ্জামান নামে এক পরীক্ষার্থীর পরিবর্তে অন্য একজন পরীক্ষা দেন। পরীক্ষার আধা ঘণ্টা পার হওয়ার পর কর্তব্যরত শিক্ষক পীযুষ কান্তি রায় তাকে সনাক্ত করেন,এবং তিনি বলেন ওই পরীক্ষার্থী আহাদুজ্জামান ছিলেন না। তখন তিনি বিষয়টি কতৃপক্ষকে অবহিত না করে খাতা রেখে তাকে ছেড়ে দেন। এঘটনায় ধামা চাপা দেওয়ার জন্য বাউবির কতৃপক্ষ কাউকে জানান নাই। তবে অনুসন্ধানে সাংবাদিকরা ৩ টি রোল নং যথাক্রমে ২৪০১১৪৫০২২,২৪০১১৪৫০২৩ ও ২৪০১১৪৫০২৪ এর মধ্যে আহাদুজ্জামান রোল সহ আরো দুজন রয়েছে।
এই ঘটনার ৫দিনপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ বিষয়টি অবগত হন। তারপর ঘটনা সাংবাদিকরা জানতে পেরে লোহাগড়া কলেজের অধ্যক্ষ মোঃ রেহবার দারাজ সাথে কথা বল্লে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। কিন্ত কেন্দ্র কমিটির শিক্ষক বাবু বিশ্বদেব, কেন্দ্রে কর্মরত শিক্ষক পিযুষ কান্তি রায় ঘটনার সত্যতা অকপটে স্বীকার করে বিভিন্ন রকম তালবানা করে সময় ক্ষেপন করেন। সাংবাদিকরা ওই পরীক্ষার্থীর নাম ও রেজিষ্ট্রেশন নং চাইলে তারা তা দেন নাই। অপরদিকে ওই কলেজের শিক্ষক বাউবি পরীক্ষা কমিটির আহব্বায়ক মোঃ খায়রুজ্জামান ঘটনার সত্যতা শিকার করেছেন।
অপর দিকে বাউবির নড়াইল জেলার উপ- পরিচালক মোঃ মতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সকল প্রকার কাগজ কেন্দ্রে জমা আছে। আপনারা সরাসরি দেখা করেন।
এবিষয়ে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সংগে ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। আমি যে প্রতিনিধি নিয়োগ করে ছিলাম তিনি ৫ দিন পরে আমাকে তথ্য দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখবো।
এনিয়ে এলাকায় সচেতন মহলে সমলোচনার ঝড় উঠেছে। এধরণের ঘটনায় শিক্ষা মুখ থুবড়ে পড়বে।