জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপির বর্ষীয়ান নেতারা আসন্ন সংসদ নির্বাচন নিয়ে মত বিনিময় করেছেন।
শনিবার ২০ ডিসেম্বর বেলা ১১ টায় লোহাগড়া উপজেলার গেটের উত্তর পার্শ্বে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সুত্রে জানাগেছে আগামী সাংসদ নির্বাচনে দলের ভোট বৃদ্ধি করে দলকে কিভাবে বিজয় নিশ্চিত কার যায় তাই নিয়ে বিষদ আলোচনা করা।
এসময় উপস্থিত ছিলেন নড়াইলের বিএনপির বর্ষীয়ান নেতা মোঃ তবিবুর রহমান মনু,সাবেক কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা বিএনপির আহব্বায়ক মোঃ আজিজুর রহমান ফুল, শম লুৎফর রহমান, নোয়াগ্রাম ইউনিয়নে নুরুননবী,বিএনপির লোহাগড়া উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, সাবেক ব্যাংকার বিশ্বাস মেহেদী হাসান, সাবেক বিএনপি নেতা গোপাল দত্ত, সৈয়দ আবুল বাসার, সাবেক উপজেলা যুবদলের সভাপতি মোঃ জাহিদুর রহমান, মোঃ কামাল হোসেন প্রমুখ।
এসময় নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ মনিরুল ইসলাম বর্ষীয়ান নেতাদের সাথে কুসল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সকলকে বিনীত ভাবে অনুরোধ করেন।

