লোহাগড়া প্রতিনিধি নড়াইল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মশালা ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারী হাইস্কুল মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
প্রধান অতিথি মনিরুল ইসলাম তার বক্তব্য বলেন বিএনপির ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করা হবে। এবং দেশের মানুষের উন্নয়নে কাজ করা হবে।
নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি চঞ্চলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সহসভাপতি নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফছিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোঃ আকতার হোসেন মোল্যা, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক তানভীর রহমান, নাজমুল হুদা, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ আলম মুন্সি, নোয়াগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলামসহ প্রমুখ।
সমাবেশ শুরু হওয়ার আগে জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে শতশত নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতে সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ হুমায়ুন কবিবের সৌজন্যে বিপুল সংখ্যক নেতাকর্মী – সমর্থকরা মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান যোগে ব্যানার, ফেসটুন ও প্লাকার্ড নিয়ে বাদ্যযন্ত্র সহকারে সমাবেশস্থলে উপস্থিত হয়ে সমবেশকে সাফল্যমন্ডিত করেন।