ঢাকাMonday , 24 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • লোহাগড়ায় বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল – ৬ রাউন্ড গুলি সহ আটক ২-

    দেশ চ্যানেল
    February 24, 2025 9:12 am
    Link Copied!

    লোহাগড়া প্রতিনিধি, নড়াইল :

    নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি সেমি অটোমেটিক বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখ (৩৫) কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। তারা উপজেলা মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের দেলোয়ার শেখের ছেলে।

    রোববার (২৪ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ২ টার সময় উপজেলার কুন্দসী গ্রামের খলিলুর রহমানের বাড়ির পশ্চিম পাশ থেকে অস্ত্রসহ ওই দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশ।

    লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান বিষয় টি নিশ্চিত করেছেন। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার সোমবার সকালে মুঠোফোনে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার ও মামুন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস সহ পুলিশের একটি চৌকস আভিযানিক দল পৌরসভার কুন্দসী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সন্ত্রাসী ধলা বালুল ও তার ভাই বিপুলকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম সেমি অটোমেটিক কার্যকর বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।

    এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের সংগে কথা হলে তিনি বলেন, আটককৃত ধলা বাবুলের নামে ১৪ টি মাদক মামলাসহ মোট ১৭ টি মামলা রয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST