ঢাকাThursday , 11 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বিদ্যালয়ে খেলার মাঠে বালু ভরাটের কাজ বন্ধ, চালুর দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
September 11, 2025 7:03 am
Link Copied!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :

লোহাগড়ার শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের খেলার মাঠে লোহাগড়া পৌরসভা কর্তৃক বালু ভরাটের কাজ বন্ধের প্রতিবাদে এবং উক্ত কাজ চালুর দাবীতে এলাকাবাসীর আয়োজনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উক্ত বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, ৩৮ নং এল, এল গালস্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং দি লিটিল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুরাদুজ্জামান, লোহাগড়া-লক্ষীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্লা, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মিন্টু হকসহ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই মাঠে খেলাধুলা করে আসছেন স্থানীয়রাসহ অত্র ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মাঠে খেলাধুলা করে বাংলাদেশ জাতীয় ভলিবল দলের ক্যাপ্টেন হরষিত বিশ্বাস নেতৃত্ব দিয়ে আসছেন। এই মাঠেই প্রতিদিন ক্রিকেট, ফুটবল, ভলিবল নিয়মিত প্রাকটিস করে আসছেন স্থানীয়সহ অত্র ৪ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা, এছাড়াও অত্র ৪টি বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে এই মাঠে। তাই অবিলম্বে এ খেলার মাঠে বন্ধ হওয়া বালু ভরাটের কাজ পুনরায় চালু করতে হবে, অন্যথায় পৌরসভা ঘেরাও করাসহ বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST