ঢাকাFriday , 31 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন হত,দরিদ্ররা।

দেশ চ্যানেল
October 31, 2025 9:22 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী লোহাগড়া ক্লাব হলরুমে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী লোহাগড়া ক্লাবের উদ্যোগে এবং লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট–৩১৫এ৩ এর সহযোগিতায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। কর্মসূচির আওতায় রোগীদের চোখ পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন লোহাগড়া ক্লাবের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো: কামরুজ্জামান কচি।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ও যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্লাব সদস্য লায়ন শেখ মাফুজুর রহমান জুয়েল, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, ব্যবসায়ী রুবেল মাহমুদ, হিসাব রক্ষক কর্মকর্তা বদরুজ্জামান কদর, এবং ইঞ্জিনিয়ার তাইবুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় তিন শতাধিক রোগীর চোখ পরীক্ষা, বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া ২৭ জন রোগীকে ঢাকার লায়ন চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST