জেলা প্রতিনিধি নড়াইল
লোহাগড়ায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টায় লোহাগড়া উপজেলা কৃষকদল ও পৌর কৃষকদলের আয়োজনে উপজেলা পরিষদের গেটের উত্তর পাশে সংগঠনের সদস্য সচিব পারভেজ মোল্যার সভাপতিত্বে ও লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও নলদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক এনামুল কবীর চন্দন, লোহাগড়া পৌর বিএনপির সহ সভাপতি এস এম শাহিন বিপ্লবসহ প্রমূখ।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ বিপুল সংখ্যক নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

