লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মাংস ব্যাবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শহরের রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত সাহেব শেখ (৩৫) পৌরসভার ৮ নং ওয়ার্ডের সিংগা গ্রামের মৃত বারিক শেখের ছেলে। তিনি পেশায় একজন মাংস ব্যবসায়ী।
এলাকাবাসী ও আহতের স্বজন সূত্রে জানা গেছে বৃহস্পতিবার (২২ মে) সকালে লক্ষ্মীপাশা মাংস বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার সিঙ্গা গ্রামের লোকজনদের সাথে পাশ্ববর্তী দাসেরডাঙ্গা গ্রামের লোকজনদের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। এর জের ধরে দুপুর পৌনে ১ টার দিকে সাহেব শেখ লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার থেকে কাজ শেষে
এড়েন্দার দিকে যাওয়ার পথে রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে সাহেব শেখকে কুপিয়ে গুরুতর জখম করে। এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান শুরু হয়েছে।