নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌরসভার আলাউদ্দিন মুন্সির মোড়ে অবস্থিত মাছের আড়তে নিরবে চাঁদাবাজির অভিযোগে লোহাগড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক কমিশনার মিলু শরীফকে জড়িয়ে সোসাল মিডিয়ায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির সভাপতি মিলু শরীফ।
গতকাল মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে মিলু শরীফ জানান, আমার চাচাতো ভাই লোহাগড়ার বাসিন্দা রাবু শরীফ পৌরসভার হাট-বাজার সংলগ্ন মাছের বাজার টেন্ডারের মাধ্যমে পান। তিনি সরকারী ভ্যাট-ট্যাক্স দিয়ে ২০লক্ষ ৮০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়ে খাজনা আদায় করতে জনৈক ইকলাচকে নিযুক্ত করেন। আমার ভাই রাবু শরীফ মারা যাওয়ার পর সমস্ত মৎস্য ব্যবসায়ীরা সাবেক কমিশনার শাহাদত শিকদারকে সাথে নিয়ে এ ব্যপারে আমার সাথে কথা বলেন। এক পর্যায়ে মৎস্য ব্যবসায়ীরা চুক্তকৃত টাকা পৌরসভায় দিয়ে ব্যবসা করবেন বলে জানান। সে মোতাবেক মিলু শরীফ, শাহাদত শিকদারসহ মৎস্য ব্যবসায়ী বিকাশ বিশ্বাস,, কৃঞ্চ বিশ্বাস,সঞ্জয় বিশ্বাস সহ আরো অনেকে উপস্থিত থেকে উক্ত টাকা পর্যায়ক্রমে জমা দেন। এখানে মিলু শরীফের কোন সংশ্লিষ্টতা নেই,এমনকি চাঁদাবাজির যে অভিযোগ উঠেছে তার কোন সংশ্লিষ্টতা নেই।তিনি দাবী করেন কতিপয় কুচক্রি মহল তার ভাবমুর্তি ও সুনাম ক্ষুন্ন করতে আওয়ামী সন্ত্রাসীদের সহায়তায় সাংবাদিকদের কাছে মিথ্যা ও ভীক্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে আমি তার নিন্দা ও প্রতিবাদ জানায়।