লোহাগড়া প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা এলাকার চুন্ন মুন্সির হাজা-মজা পুকুর থেকে উদ্ধার করছে লোহাগড়া থানা পুলিশ।
পৌরসভা সীমানা গেট সংলগ্ন ইউনুস খানের ছেলে মোঃ ছৈয়েবুর রহমান( ৪৩)কে কে-বা কাহারা খুন করে পার্শ্ববর্তী চুন্নু মুন্সীর একটি হাজা-মজা পুকুরে ফেলে গেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে ০৮ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১২ টায় সময় ছৈয়েবুর খানের মৃত দেহ চুন্নু মুন্সির পুকুরে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
সরেজমিনে গিয়ে স্বজন সুত্রে জানা গেছে, নিহত ছৈয়েবুর খান লোহাগড়া ইউনিয়ন পৌরসভা বোর্ড সংলগ্ন চান্দু মুন্সীর ছেলে মাসুম মুন্সীর দোকানে গত রাত ১ টা পর্যন্ত কেরাম বোর্ড খেলে সে আর বাড়িতে ফেরেন নাই।
পরবর্তীতে লোহাগড়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নিহত সোয়েবুর খান তার স্ত্রী, ২ ছেলে ও ১টি মেয়ে সন্তান রয়েছে। বড় ছেলে মোঃ রাহুল খান – মালয়েশিয়া প্রবাসী। ছোট ছেলে মোঃ সাব্বির খান- সৌদি প্রবাসী। মেয়ে রিয়া খানম ১০ম শ্রেণীর ছাত্রী।
নিহত সোয়েবুর খান তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন এটি সাধারণ হত্যা নয় এটি প্রকল্পিত হত্যাকান্ড। আমরা হত্যার মুলরহস্য উদঘাটনে তৎপর রয়েছি।ময়না তদন্তের জন্য মৃতদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।