জেলা প্রতিনিধি নড়াইল
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় আনসার ভিডিপি সদস্য /সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা আনসার ভিডিপি অফিস চত্বর এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় নড়াইল সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ইদ্রীস আলী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইল জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম, লোহাগড়া উপজেলা প্রশিক্ষক নারায়ন চন্দ্র পাল, কালিয়া উপজেলা প্রশিক্ষক শাহরিয়ার আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা -দলনেত্রী ও সহকারি আনসার কমান্ডাররা উপস্থিত ছিলেন।
লোহাগড়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাফেজা খাতুন জানান, উপজেলার মোট ১৪০ টি পূজা মন্ডপের জন্য প্রাথমিকভাবে ৯৬৪ জন আনসার ভিডিপির সদস্য বাছাই করা হয়েছে। এর মধ্যে ৬৬০ জন পুরুষ ও ৩০৪ জন মহিলা।
প্রয়োজনীয় ব্রিফিং, ট্রেনিং ও প্রস্ততি শেষে উপজেলা পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে তাদের মোতায়েন করা হবে।