জেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে লোহাগড়ায় শারদীয় দূর্গা পুজা উপলক্ষে আনসার ভিডিপির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে।
১৯ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শারদীয় দূর্গা পূজায় নিয়োজিত নিরাপত্তা কর্মীদের নিরাপত্তার দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে সারা দেশের মত নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৫০ টি মন্দিরে ৯৪৬ জন আনসার ভিডিপি সদস্য নিরাপত্তার জন্য নিয়োগ দেন নড়াইল জেলা আনসার ভিডিপি।
এসময় উপস্হিত ছিলেন নড়াইল জেলা আনসার ভিডিপি কমান্ডেন্ট বিকাশ চন্দ্র দাশ, লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন, লোহাগড়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নারায়ন চন্দ্র পাল, মহিলা প্লাটুন অধিনায়ক আফরোজা বেগম, পিসি আবুল কালাম আজাদ, মোঃ হাফিজুর রহমান, মোঃ মাহাবুব মৃধা, প্রমুখ
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন বলেন আমার একটু সাজাগ থাকলে কোন প্রকার দূর্ঘটনা ঘটবে না। আপনারা সার্বক্ষণিক আমাদের সংগে যোগাযোগ রাখবেন।

ছবি : দেশ চ্যানেল
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী বলেন সনাতন ধর্মের মহাউৎসব, ধর্ম যার যার উৎসব সবার।আপনারা সকলে সচেতনতার সাথে ডিউটি করে সুন্দর ভাবে কর্তব্য পালন করবেন।
জেলা আনসার কমান্ডেন্ট বক্তব্য বলেন এ বছরের শারদীয় উৎসব হবে ঝুকি পূর্ণ। সুতারং আমরা সকলে চোখ কান খোলা রেখে নিজ দায়িত্ব পালন করার আদেশ দেন। অশান্তি সৃষ্টি করার জন্য একটি অশুভ গ্রুপ অশান্তি সৃষ্টি করতে পারে। সে কারনে আমারা সকলে সঠিক ভাবে দায়িত্ব পালন করবো।