জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভার রাজুপুর গ্রামে সৎ ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ এখন তুঙ্গে। যে কোন সময় হতে পারে বড় ধরনের সংঘাত।
স্থানীয় সুত্রে জানাগেছে লোহাগড়া পৌরসভার রাজুপুর গ্রামের মৃত ওহাব সরদারের ছেলে মোঃ তহিদুর রহমান ও সৎ ভাই মোঃ মহিউদ্দিন সরদারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। মৃত ওহাব সরদার জীবদ্দশায় পুত্র মোঃ তৌহিদুর রহমানকে ৯১ নং রাজুপুর মৌজার১৮৯ দাগে ১০ শতক জমি হেবা মুলে দান করেন। যার দলিল নং ১৬৭৯ তরিখ ৩০ এপ্রিল ২০০০ সাল। দলিল মুলে তৌহিদুর রহমান নামজারি করে নিজ খতিয়ান ভুক্ত করেন এমনকি প্রতিবছর তিনি ওই জমির খাজনা দিয়ে থাকেন। পিতার নিকট থেকে ক্রয় কৃত জমিতে ঘর তুলতে গেলে সৎ ভাই মহিউদ্দিন বাধা প্রদান করেন।
এঘটনায় তৌহিদুর সরদার সাথে কথা হলে তিনি বলেন আমি আমার পিতার নিকট থেকে ১০ শতক হেবা মুলে আমাকে লিখে দিয়েছেন। কিন্ত আমার সৎ ভাইয়েরা ওই জায়গায় ঘর তুলতে দিচ্ছে না। তারা গ্রাম্য শালিশ,আইন, আদালত কিছুই মানছে না। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার থেকে বাড়ি ফেরার পথে আমার স্ত্রীকে অপমান সুচক কথা বলে এবং আমাকে বিভিন্ন রকম হুমকি ধামকি দেয়।
এবিষয়ে তার স্ত্রীর সাথে কথা হলে তিনি বলেন আমার সৎ দেবর মহিউদ্দিন আমাকে ঘুসি মেরেছে।
সৎ ভাই মোঃ মহিউদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন জমি নিয়ে মামলা চলমান। আমার ভাই ১০ শতক জমি পাবে ওই জমিতে আমি কেন বাধা দিবো।আর ভাবিকে আমি কেন মারতে যাবো?? তিনি একজন মহিলা মানুষ।আমি এমন কোন ঘটনা ঘটায় নাই।
এলাকাবাসী নাজমুল,জিল্লু কমিশনার,মহিউদ্দিন সহ অনেকে বলেন তহিদুর জমি পাবে আমরা অনেকবার শালিশ করেছি কিন্তু মহিউদ্দিন মানতে চায় না।