জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলা ১০ গ্রেড বাস্তবায়নের দাবীতে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ নভেম্বর সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন ফার্মাসিস্ট সৈয়দ রেজোয়ান আলী, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই প্রশান্ত কুমার ঘোষ,মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব শংকর অধিকারি প্রমুখ।
বক্তারা বলেন মেডিকেল সেবা ব্যাবস্থায় ডাঃ, নার্সদের পাশাপাশি আমাদের সেবা ও অঙ্গাঅংগিক ভাবে জড়িত। মানবদেহের সঠিক ভাবে রোগ নির্ণয়ের জন্য প্যাথলজি সেবা খুবই গুরুত্বপূর্ণ। রোগ নির্ণয় ছাড়া ডাক্তার কোন রোগীকে সঠিক সেবা দিতে পারেন না।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই শাখাটি খুবই গুরুত্বপূর্ণ শাখা। এই পদে যারা নিযুক্ত আছেন তারা তাদের বেতন কাঠামো সঠিক নয় বলে জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডের দাবী করে যাচ্ছেন। আমাদের দাবী সরকারের উচ্চ পর্যায়ে পাঠানোর পর কোন রাহুর শক্তিতে বন্ধ হয় তা আমার জানি না।
আজ আমারা একটা মাত্র দাবীর জন্য মানববন্ধন করছি। সেই দাবী বেতন স্কেল ১০ ম গ্রেডে বাস্তবায়ন করতে হবে। আমাদের দাবী বাস্তবায়ন না হলে পরবর্তী আবারও কর্মসূচি দিবো।

