জেলা প্রতিনিধি:নড়াইল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা” বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নড়াইলের লোহাগড়ায় ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম রাশেদ এর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে লোহাগড়া পৌর শহরের সি অ্যান্ড বি চৌরাস্তা এলাকা থেকে এ কর্মসূচি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সি এন্ড চৌরাস্তা এলাকায় এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম রাশেদ।
এ সময় এইচ এম রাশেদ বলেন, দেশের জনগণ আজ পরিবর্তনের অপেক্ষায়। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে আসবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব, লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি, নড়াইল জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম, আলমগীর হোসেন,লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সিকদার আনিসুর রহমানসহ প্রমুখ।

