জেলা নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার সিএন্ডবি চৌরাস্তায় ডালিয়া সার্জিক্যাল ক্লিনিকে সস্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় ক্লিনিক মালিক লোহাগড়া থানায় লিখিত অভিযোগ করেছে ।
অভিযোগ সুত্রে জানা গেছে,গতকাল মঙ্গলবার দুপুরে গোপিনাথপুর গ্রামের ইলিয়াস লস্করের নেতৃত্বে ১০/১২ জন লোক দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ডালিয়া সার্জিক্যাল ক্লিনিকে সস্ত্রাসী হামলা চালায়। এসময় ক্লিনিকের রোগীরা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। সস্ত্রাসীরা হামলা চালিয়ে ক্লিনিকের মালামাল ভাংচুর করেও ক্লিনিকের ক্যাশ থেকে ৫০ হাজার টাকা নেয় এবং মালিক আব্দুল হান্নান শেখ কে জীবন নাশের হুমকি দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে । এঘটনায় ডালিয়া সার্জিক্যাল ক্লিনিকের মালিক আব্দুল হান্নান শেখ লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।