জেলা প্রতিনিধিঃ ( নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
নবগঙ্গা ডিগ্রি কলেজে দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকাল ৯টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন মোল্যা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ্য সৈয়দ মোস্তাফিজুর রহমান, কলেজ পরিচালনা পর্ষদের
সদস্য বি এম ফয়েজ আহম্মদ, শাহিনুল আলম, শেখ আতিয়ার রহমান, কলেজের কর্মরত শিক্ষক, কর্মচারীসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ ।
আগামীকাল বুধবার বেলা ৩ টায় দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাশিদুল বাসার ডলার।