জেলা প্রতিনিধিঃ ( নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবগঙ্গা ডিগ্রি কলেজে দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারী) বিকাল ৩ টায় দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাশিদুল বাসার ( ডলার) এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আব্দুল আলীম শেখ ও শেখ কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বিজয়ী ছাত্র / ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য দেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মোল্লা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলার মাধ্যামিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ ভুইয়া, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কান্চন কুমার রায়, উপাধ্যক্ষ্য সৈয়দ মোস্তাফিজুর রহমান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বি এম ফয়েজ আহম্মদ, শাহিনুল আলম, শেখ আতিয়ার রহমান, বিশিষ্ট সমাজ সেবক কাজি মোরাদ হোসেন , কলেজের কর্মরত শিক্ষক, কর্মচারীসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন তোমরা ভালো শিক্ষা নিয়ে ভালো জাতি গড়তে নিজেদের আত্মনিয়োগ করে মা,বাবার মুখ উজ্জ্বল করবে।বড় পরিতাপের বিষয় মেয়েদের থেকে ছেলেদের ফলাফল অনেক খারাপ।
বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন আমন্ত্রিত অথিতিবৃন্দ।