জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে।
গত শনিবার ২৫ জানুয়ারি সকালে নোয়াগ্রাম এলাকায় এঘটনা ঘটেছে। অভিযোগ সুত্রে জানাগেছে ওই গ্রামের সরদার ফজলুর রহমান তার ওয়ারিশদের নোয়াগ্রাম ১১৪ নং মৌজার হাল ১৫০ দাগে ৩২ শতক জমির মধ্যে ২৭ শতক জমি সীমানা উল্লেখ করে ১০ জন ওয়ারিশ নামে দানপত্র করে দেন। যাহার দলিল নং২৮৮৬/২৪। ওই দাগের বাকি ৫ শতক জমিতে এস এম
শরিফুল ইসলামের পিতা সরদার ফজলুর রহমান বাদী হয়ে আদালতে অগ্রক্রয়ের মামলায় দায়ের করেন। অন্য দিকে ওই গ্রামের লুৎফার রহমানে ছেলে বাদশা খান গত ৪ নভেম্বর ২০২৪ তারিখে হেবাবিল এওয়াজে মাহবুব সিকদার গংদের নিকট থেকে উল্লেখিত দাগে ৩২ শতকের মধ্যে ০৫ শতক দলিল করেন যার নং ৩৮৬৫। আবার বাদশা খান বাদী হয়ে ওই জমিতে আদালতে মামলা করলে আদালত ১৪৪ ধারা জারী করেন।বর্তমানে ওই জমিতে ১৪৪ ধারা চলমান। পুনরায় তিনি আবার ১৪৪ ধারা ভংগ করে ওই জমিতে বেড়া নির্মান করেন।
এসময় ১৪৪ ধারা মামলার বাদী বাদশা খান,সহ মুহিত খান,মাহবুব সিকদার,ওবায়দুর খান শনিবার সকালে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ওই ১৪৪ ধারা জারী করা জমিতে বেড়া নির্মান করেন। তখন জমির মালিক আশরাফুল ইসলাম বাধা দিলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেন। তখন তিনি নিরুপায় হয়ে লোহাগড়া থানা পুলিশকে অবহিত করেন।
এঘটনায় বাদশা খানের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নাই।
এঘটনায় দিঘলিয়া ইউনিয়নের বীট অফিসার এস আই আব্দুস সালাম বলেন ঘটনা শুনেছি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।