জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট সদ্য ঘোষিত কমিটি অবৈধ দাবি করে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল অনুষ্টিত হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলন এরপর প্রতিবাদ মিছিল বের হয়ে প্রেসক্লাব চত্বর থেকে লোহাগড়া উপজেলা পরিষদ গেটে গিয়ে শেষ হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা বিএনপি সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি আলহাজ্ব সাচ্চু মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, বিএনপির পৌর কমিটির সহসভাপতি বিপ্লব,মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিজির আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মো.তাইবুল হাসানসহ আরো অনেকে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত বছরের অক্টোবরের ২৬ তারিখে লোহাগড়া উপজেলার সম্মেলন হয়েছিল। এ সম্মলেন আমরা যারা অংশগ্রহন করেছিলাম ১২টি ইউনিয়ন ও পৌর বিএনপির ওয়ার্ডের সকল সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত লোহাগড়া উপজেলা ও পৌরসভার সকল নেতাকর্মী ও জেলা হাজত খাটা কর্মী। আমাদের এই নির্বাচনে অংশগ্রহন কারী প্রতিদন্দী নিকটতম ভোট পাওয়া প্রার্থীদের না রেখে টাকার বিনিময়ে আওয়ামী বাকশাল সদস্যদের নিয়ে কমিটি গঠন হয়েছে। তাছাড়া অনেকে দল থেকে পদত্যাগ করে ছিলো তাদের এই কমিটিতে সংযুক্ত করেছে। আমরা উপজেলা ও পৌর বিএনপির সকল নেতা কর্মী বৃন্দ প্রতিবাদ জানাচ্ছি।
আমাদের বর্তমান উপজেলা সভাপতি এসএসসি পাশ করে নাই: তাহার জ্ঞানের অভাবে এই টাকার বিনিময়ে এই অন্যায় কাজ করিয়াছে। বর্তমান কমিটির বেশির ভাগ সদস্য লেখাপড়া জানে না। এই অশিক্ষিত লোকের দ্বারা আমাদের দল ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এই সকল অন্যায় কাজের প্রতিবাদ করছি। দাগি, খুনি আসামী, চোরাচালানী ব্যক্তিরা টাকার বিনিময়ে এই কমিটিতে আসছে আমরা এতে হতভম্ব হয়েছি। অনেক উচ্চ শিক্ষিত সিনিয়র ভিপি শফিকুল ইসলাম (সবুজ) এই কমিটিতে নাই। যিনি দীর্ঘ ৬ মাস কার বরন করেছিলেন তিনি। এ ছাড়া শ,ম লুৎফর রহমান আনিচুর রহমান কামাল, রেজাউল করিম মিন্টু জাহিদুল ইসলাম সাহেব, খোকন সরদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রবিউল ইসলাম পলাশসহ অনেকে বর্তমান কমিটিতে নেই। এই সকল বিষয়ে আমরা দুঃখের সাথে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এসব অভিযোগ এর বিষয়ে জানতে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটুকে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেন নি। এছাড়া সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম এর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
অন্যদিকে লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরিফ বলেন, কমিটি কখোনো অবৈধ হয়না। কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। কমিটিতে যোগ্য ত্যাগি নেতাকর্মীদের রাখা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগি নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান পদ বঞ্চিত নেতা কর্মীরা, তা না হলে কঠোর আন্দলোনের হুশিয়ার দেন তারা। এদিন সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে বিএনপির পদ বঞ্চিত নেতাকর্মী ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।