জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নে মরিচ পাশা গ্রামে বাবার বাড়ি যাওয়ার পথে এক নারীকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানাগেছে গত সোমবার ২০ অক্টোবর বিকালে ওই গ্রামের আকরাম সরদারের স্ত্রী লায়লা আকতার চিনি তার বাবার বাড়ি যাওয়ার পথে ইব্রাহিম মেম্বারের বাড়ির সামনে আসলে ওই গ্রামের ইব্রাহিম মেম্বার,জাহাঙ্গীর সরদার,কহিনুর বেগম ও সাহানা বেগম বেধড়ক মারপিট করে আহত করে।
লায়লার ডাক চিৎকারে স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন।
লায়লা আকতার চিনি সাংবাদিকদের বলেন আমি আমার স্বামীর বাড়ি থেকে আমার ভাইয়ের বাড়ি যাওয়ার পথে ইব্রাহিম সহ ৩/৪ জন আমাকে মারপিট করে। আমি থানায় অভিযোগ করেছি এবং তাদের বিচারের দাবী করছি।
অভিযুক্ত ইব্রাহিম মেম্বারের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নাই।
এবিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত আইন গত ব্যাবস্থা নেওয়া হবে।