জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯জানুয়ারি) সকালে পৌরসভার রথখোলা চত্ত্বরে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে এলাকার মানুষের উন্নয়নে কাজ করবে। সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দর নড়াইল গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
লোহাগড়া পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম খসরুজ্জামান (হাই) এর সভাপতিত্বে ও কৃষক দল নেতা এ.কে আজাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মাবলম্বীরা।
এ সময় সকল বক্তারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয় লাভ করে, বিএনপিকে সরকার গঠন করতে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

