জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভায় নীজের অপকর্ম ঢাকতে মাষ্টার রোলে চাকুরীরত সিকদার ওসমান গনি লোহাগড়া পৌরসভার সচিব মোঃ তৌফিকুল আলমের বিরুদ্ধে নানান অভিযোগ দিয়ে খুলনা বিভাগীয় কমিশনারের নিকট লিখিত অভিযোগ দায়ের করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ পত্রে লোহাগড়া পৌরসভায় কর্মরত সচিব মোঃ তৌফিকুল আলমের নামে অভিযোগ পত্র আমলে নিয়ে খুলনা বিভাগীয় কমিশনার লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ প্রদান করেন। তারই ধারাবাহিকতায় ২৫ আগষ্ট মংগলবার লোহাগড়া পৌরসভায় তদন্ত শুরু হয়।
অভিযোগকারি ওসমান যে নারীকে নিয়ে অভিযোগ করে ছিলো সেই নারীকে সামনে এনে জিজ্ঞেসাবাদের জন্য ডাকা হলে ওসমান তাকে সামনে আনতে নিষেধ করেন। ওসমানের একটি নিজেস্ব প্রাইভেট কার মাদক পরিবহনের দায়ে থানায় আটক রয়েছে। তাছাড়া তিনি পৌরসভার লাইসেন্স করে ঠিকাদারি করেন। এবং ভুয়া প্রকল্প ও তৈরী করার অভিযোগ উঠেছে। তাছাড়া পূর্বে থেকে তারকাছে পৌরসভার ২ টি রোড রোলার,২ টি গার্ভেজ ট্রাক বিভিন্ন স্থানে ভাড়া দিয়ে অর্থ লুফে নিয়েছেন।
ইতিপূর্বে তিনি স্বেচ্ছাসেবক লীগের লোহাগড়া পৌরসভার আহব্বায়ক কমিটির সক্রিয় সদস্য ছিলেন। ওসমান ফ্যাসিষ্ট আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণ করেছেন এমন আলোকচিত্র ও রয়েছে। ফ্যাসিষ্ট আমলে লোহাগড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌরসভার মেয়র মশিউর রহমানের কাধে ভর করে ধরাকে সরা জ্ঞান করেন নাই। তিনি পৌর সভায় কর্মরত অনেককে নানা ভাবে হয়রানির করার অভিযোগ ও পাওয়া গেছে।
৫ আগষ্ট ২৪ পর সে নিজেকে জামাত ইসলামের কর্মী বলে পরিচয় দিচ্ছেন। আসলে ওসমান কার ? “র” এজেন্ট না, ফ্যাসিষ্ট আওয়ামী লীগকে পূর্নবাসিত করার কোন ষড়যন্ত্রে লিপ্ত?
লোহাগড়া পৌরসভায় তদন্ত চলাকালে উপস্থিত সাইফুল্লাহ মামুন,মুছা মোল্যা,তাইবুল হাসান,সোহেল রানা লাক্সমি,শিপলু সহ অনেকে ইউএনও মোঃ আবু রিয়াদের নিকট সবিনয়ে বলেন আমরা দূর্নীতি মুক্ত ও ফ্যাসিষ্ট আওয়ামী লীগ মুক্ত লোহাগড়া পৌরসভা দেখতে চাই।
এঘটনায় লোহাগড়া পৌরসভার বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফ বলেন পৌরসভা কোন ফ্যাসিস্ট ও কোন ফ্যাসিষ্টের পেতআত্মার অবস্থান থাকবে না আমরা তদন্ত পূর্বক ওসমানের সঠিক বিচার কামনা করছি।
এবিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সাথে কথা হলে তিনি বলেন তদন্ত চলমান। তদন্ত শেষে প্রতিবেদন বিভাগীয় কমিশনারের নিকট প্রেরন করা হবে। তিনি প্রতিবেদন প্রাপ্তির পর ব্যাবস্থা নিবেন।