জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়ায় পৌর বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরোধের জের ধরে হামলা ও মোহড়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার বেলা ১১টার দিকে বিরোধ শুরু হলে দুপুরে মিমাংশা করা হয় তবে সন্ধায় আবার হামলার ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম লোহাগড়া পৌর বিএনপির লক্ষীপাশা অফিসে দলীয় নেতাকর্মী নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময়কালে পৌর বিএনপি সভাপতি মোঃ মিলু শরীফ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম এর মধ্যে বাকবিতন্ডা হয়। খবর পেয়ে কাজী সুলতানুজ্জামান সেলিমের ছেলে রিজভী সহ তার সহযোগিরা সভাস্থলে এসে হামলার চেষ্টা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মসিয়ার রহমান সান্টুর বাসায় জেলা বিএনপির সাধারন সম্পাদক সহ উপজেলা বিএনপির সভাপতি নেতাকর্মীদের উপস্থিতিতে ঘটনার মিমাংসা করে দেন। কিন্তু পৌর বিএনপির সভাপতি অভিযোগ করেন, সন্ধ্যায় আমার উপর (পৌর বিএনপির সভাপতির উপর) হামলা চালায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছেলেসহ সহযোগিরা। তবে, ওই সময় রিজভী ও তার সহযোগিও আহত হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি মোঃ আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।