ঢাকাThursday , 24 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়া শারিরীক ভাবে লাঞ্ছিত হলেন শিক্ষক আঃ রহিম। 

দেশ চ্যানেল
July 24, 2025 2:02 pm
Link Copied!

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক(দাবিকৃত) মোঃ আব্দুর রহিম খান(৫৭)কে মারধর করেছে দূর্বৃত্তরা।

ওই শিক্ষক অভিযোগে জানান,আমি দীর্ঘদিন যাবৎ লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি।ফ্যাসিস্ট আওয়ামীলীগের সময়ে আমি নির্যাতিত। ফ্যাসিস্ট আমলে ষড়যন্ত্র করে আমাকে প্রধান শিক্ষকের চেয়ার থেকে অপসারণ করা হয়। ২০২৪ এর জুলাই আন্দোলনের ফসল হিসাবে আমি ২০২৫ সালের ১৯মে পুনরায় স্বপদে যোগদান করি। ফ্যাসিবাদের পেতাত্তা লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ ফয়জুল হক রোম এর স্ত্রী মোছাঃ সেলিনা পারভীন ফ্যাসিস্ট আমল থেকে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। নতুন করে আমার যোগদান তিনি মেনে নিতে পারেননি। তাই একটি কুচক্রি মহল ও ফ্যাসিস্টদের সাথে নিয়ে তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এরই অংশ হিসাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্দনে গত ২৩ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে বিদালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে স্থানীয় পরশ ও পাভেলের নেতৃত্বে অজ্ঞাত আরো ৪/৫ জনে আমার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা আমাকে জখম অবস্থায় উদ্ধার করে লোহাগড়া সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। আমি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। আমি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবো। হামলার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

ওদিকে, নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার স্ত্রী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ সেলিনা পারভীনের পক্ষে বিএনপি ঘরানার কতিপয় নেতা কর্মী বক্তব্য দেওয়ায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা পারভীন কয়েকদিন ধরে বিদ্যালয়ের সৃষ্ট পরিস্থিতি এডহক কমিটির সভাপতিকে অবহিত করেন নাই বলে স্বীকার করেন।

এদিকে, ওই বিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে এডহক কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক, ছাত্রী, এলাকাবাসীদের নিয়ে মতবিনিময় করেন এডহক কমিটির সভাপতি ও লোহাগড়া উপজেলা নির্বাহী অয়ফিসার মোঃ আবু রিয়াদ। তিনি সব শ্রেণির মানুষের মতামত গ্রহণ করেন। ওই সভায় আগতরা তাদের বক্তব্যে সাবেক প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলার বিষয়টি তুলে ধরেন। এবং তৃতীয় কোন শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয় পরিচালনা করবার পরামর্শ দেয়। পরে এডহক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

বিদালয়ের সভাপতি ইউএনও মোঃ আবু রিয়াদ বলেন, সব শ্রেণির লোকের বক্তব্য বিবেচনা করে বিদ্যালয়টি সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST