জেলা প্রতিনিধি নড়াইল
শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র।
লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরাজি শিক্ষক মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, ইতনা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ কুমার সরকার, আল জামিয়াতুল ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ বদরুল ইসলাম, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, লক্ষীপাশা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক উম্মে রুমাানা প্রমুখ।
এর আগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক গণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।