সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে শাহ্ ফজু দেওয়ান পীর দরগাহ ওয়াকফ ষ্টেটের এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মংগলবার ২২ আগস্ট বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে শাহ্ ফজু দেওয়ান পীর দরগাহ ওয়াকফ ষ্টেটের সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের ওয়াকফ প্রশাসক অতিরিক্ত সচিব ডক্টর খান মোঃ নুরুল আমিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী,লোহাগড়া সহকারী কমিশনার (ভুমি) আরফিন জাহান, লোহাগড়া পৌর মেয়র আলহাজ্ব সৈয়দ মশিউর রহমান, লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) আব্দুল্লা আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল, হামিদ ভুইয়া, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, আব্দুল হক কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ জেহাদুল ইসলাম,সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন। এসময় সচিব মহোদয় বলেন ওয়াকফ একটি আরবি শব্দ, অর্থ হলো ধর্মীয় কাজে দান করা। কোরআন হাদিসে ওয়াকফ বা ছদকার কথা পরিষ্কার ভাবে উল্লেখ আছে। বাংলাদেশে ১৭ হাজার ওয়াকফ ষ্টেট আছে। তার মধ্যে নড়াইল জেলায় কালিয়া ও লোহাগড়ায় দুইটি ওয়াকফ ষ্টেট আছে।লোহাগড়ার রামপুরে অবস্থিত শাহ ফজু দেওয়ান পীর দরগাহ ওয়াকফ ষ্টেটে ৮ একর ৮৯ শতক জমি আছে। এই ওয়াকফ ষ্টেট টি ২০১৬ সালে সরকারি তালিকা ভুক্তি হয়েছে যাহার নং ২১৬২৮। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব মহোদয় বলেন যদি সম্পত্তি ওয়াকফ ষ্টেটের দখলে না থাকে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে দখল করা হবে।কেউ এই দানকৃত সম্পত্তি দখল করতে পারবে না। এই সম্পত্তি মানব কল্যানের জন্য।