ঢাকাWednesday , 20 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • লোহাগড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    দেশ চ্যানেল
    September 20, 2023 12:06 pm
    Link Copied!

    সরদার রইচ উদ্দিন টিপু নড়াইল প্রতিনিধি

    নড়াইলের লোহাগড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কালের কণ্ঠ পত্রিকার ”শুভ সংঘ” লোহাগড়া শাখা লোহাগড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডে গোপীনাথপুর গ্রামে আব্দুল করিম প্রি-ক্যাডেট স্কুলের শিশুদের নিয়ে এ আয়োজন করে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় স্কুল চত্বরে অর্ধশতাধীক শিশুরা মনের রঙ মিশিয়ে তাদের রঙ-তুলিতে সাদা কাগজে গ্রামবাংলার চিত্র তুলে ধরে। ছবি আঁকার মাধ্যমে শিশুরা যেন তাদের মনের কথা প্রকাশ করতে থাকে। যার যার মতোন করে যতœ করে সাদা পাতায় রং-তুলিতে প্রকৃতিকে আপনমনে সাঁজায় কঁচি-কাঁচারা। স্কুল চত্বর যেন শিশুদের মিলন মেলায় পরিণত হয়। অভিভাবকসহ গ্রামের খেঁটে-খাওয়া মানুষ, কৃষক সকলেই যেন শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছিলেন।

    চিত্রাংকন শেষে পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হোসনেয়ারা মিলা। প্রধান অতিথি হিসাবে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন লোহাগড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন ভুঁইয়া, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাহিদুর রহমান সাবু, লক্ষীপাশা স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শেখ বদরুল আলম টিটো, সাংবাদিক মোঃ রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক রোজী সুলতানা।

    অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন স্কুলের সিনিয়র শিক্ষক ঝর্ণা দাস, মুক্তা খানম, সোহানা, নাজমা, কল্পনা। স্থানীয় সাংবাদিক রইচ উদ্দিন টিপু, রাশেদ, শুভ সংঘের সদস্য কাজী আল মামুন, আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন শেষে ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরন জ্যামিতি বক্স, বই, খাতা, পেন্সিল বক্স, টিফিন বক্স প্রদান করা হয়। পরে শিশুদের মাঝে কেক, মিষ্টি, বিস্কুট বিতরন করা হয়।

    অতিথিরা বক্তব্যে বলেন, বসুন্ধরা গ্রæপের মালিকানাধীন কালের কণ্ঠ পত্রিকা শুভ সংঘের মাধ্যমে তৃণমূল থেকে শিশুদের নিয়ে মহত কার্যক্রম শুরু করেছে। সমাজের পিছিয়েপড়া শিশুদের শিক্ষার ব্যবস্থা করা, দুঃস্থ্য নারীদের নানা প্রশিক্ষণ শেষে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তুলতে সহযোগিতা করা, অসহায়দের খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা, শিক্ষা-সংস্কৃতিতে অবদান রাখছে বসুন্ধরা গ্রæপ। বসুন্ধরা গ্রæপের চেয়ারম্যান, এমডিসহ পরিচালকদের কাছে বক্তারা দাবি জানান, এ সেবাদান কার্যক্রম অব্যাহত থাকুন আজীবন এবং বৃদ্ধি করা হোক সেবার পরিধি। অনুষ্ঠানে সহযোগিতা করেন কালের কণ্ঠ পত্রিকার লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি এসকে,এমডি ইকবাল হাসান শিমুল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST