ঢাকাSaturday , 10 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

লোহালিয়া নদীর বগা পয়েন্টে সেতু বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
May 10, 2025 12:12 pm
Link Copied!

পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল, দশমিনা, গলাচিপা ও দুমকি উপজেলার ২০লাখ মানুষের দুর্ভোগ লাগবের জন্য বাউফলের লোহালিয়া নদীর বগা পয়েন্টে সেতু বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১১টার দিকে ঢাকা প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বগা সেতু বাস্তবায়ন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. এ কে এম ফারুক আহমেদ তালুকদার, বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জিয়া পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, বগা সেতু বাস্তবায়ন পরিষদ এর সদস্য সচিব ইঞ্জি. রুমান, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আযম চৌধুরী, বাউফল ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: হেলাল উদ্দীন, ইউনুস চৌধুরী, রমিজ উদ্দিন হাওলাদার প্রমূখ।

এসময়ে বক্তার ৪ উপজেলার জনসাধারণের ভোগান্তির কথা তুলে ধরে অতিসত্বর সেতু বাস্তবায়নের দাবী জানান।

মানববন্ধনে ভোগান্তির শিকার পটুয়াখালীর চার উপজেলার সর্বস্তরের কয়েক হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST