যশোর প্রতিনিধি:ইব্রাহিম খলিল
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোঃ ইব্রাহিম আহমেদ আজ মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামে জুলাই বিপ্লবের বীর শহীদ আব্দুল্লাহ’র কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন শহীদের সম্মানিত পিতা আব্দুল জব্বার, বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামীর আমীর রেজাউল ইসলাম, পোর্ট থানা শিবির সভাপতি মোহাম্মদ মাহদী হাসান, সাহিত্য সম্পাদক মোঃ আসাদুজ্জামান সোহান, পৌর শাখার সভাপতি সাকিবুল ইসলাম শান্তসহ অন্যান্য স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
শহীদ আব্দুল্লাহ ছিলেন নিবেদিতপ্রাণ শিবির কর্মী। ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় তিনি ঢাকার তাঁতীবাজার মোড়ে আন্দোলনের সামনের সারিতে অবস্থান নেন। বংশাল থানা পুলিশের গুলিতে তার মাথার খুলির একাংশ ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে সিএমএইচ, ক্যান্টনমেন্টে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন।
শহীদ আব্দুল্লাহর এই আত্মত্যাগ শুধু ইসলামী আন্দোলনের ইতিহাসেই নয়, বরং দ্বিতীয় স্বাধীনতার অভিযাত্রায়ও স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রক্তের ঋণ কখনো শোধ হবে না— যতদিন বাংলাদেশ ও বাঙালি থাকবে, ততদিন এই সাহসী শহীদকে স্মরণ করবে কৃতজ্ঞ জাতি।