ঢাকাMonday , 4 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

শাকিব-বুবলী প্রসঙ্গে অপুর নীরব জবাব।

দেশ চ্যানেল
August 4, 2025 3:57 pm
Link Copied!

মোঃ সাইফুর রহমান শুভ বিনোদন প্রতিনিধি

ব্যাপারটি মূলত বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং তার দুই স্ত্রী (শাকিবের মতে প্রাক্তন) অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে একটি চলমান পারিবারিক ও সামাজিক দ্বন্দ্বের নতুন অধ্যায়।

শাকিব খান একাধিকবার সর্বসমক্ষে বলেছেন যে, অপু বিশ্বাস এবং শবনম বুবলী দুজনেই তার প্রাক্তন স্ত্রী। তাদের সঙ্গে তার সম্পর্ক এখন শুধুমাত্র তার দুই সন্তানের বাবা-মায়ের। ভবিষ্যতে তাদের কারো সাথে নতুন করে সংসার করার কোনো সম্ভাবনা নেই বলেও তিনি জানিয়েছেন।

অন্যদিকে, অপু বিশ্বাস (প্রথম স্ত্রী ও পুত্র আব্রাম খান জয়ের মা) এবং শবনম বুবলী (দ্বিতীয় স্ত্রী ও পুত্র শেহজাদ খান বীরের মা) দুজনেই শাকিবকে এখনো তাদের স্বামী হিসেবেই দাবি করেন। তারা বিভিন্ন উৎসব ও বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবকে নিয়ে আবেগঘন পোস্ট দেন, যা প্রমাণ করে যে তারা এই সম্পর্ককে শেষ হয়ে গেছে বলে মনে করেন না।

কিছুদিন আগে শাকিব খান তার প্রথম পুত্র জয় এবং তার মা অপু বিশ্বাসকে নিয়ে যুক্তরাষ্ট্রে लंबा সময় কাটান। তাদের একসাথে ঘোরাঘুরি, শপিং এবং আনন্দঘন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে গুঞ্জন ওঠে যে, শাকিব ও অপুর মধ্যে দূরত্ব মিটে যাচ্ছে এবং তারা হয়তো আবার এক হতে চলেছেন।

এই গুঞ্জন শেষ হতে না হতেই, সম্প্রতি শাকিব খানকে তার দ্বিতীয় পুত্র বীর এবং তার মা শবনম বুবলীর সাথে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দেখা যায়। বুবলী তাদের একসাথে কাটানো অনেক “রোমান্টিক” ও সুন্দর মুহূর্তের ছবি তার ফেসবুক পেজে পোস্ট করেন। এই ছবিগুলো প্রকাশের পর আবার নতুন করে আলোচনা শুরু হয় যে, তাহলে কি শাকিব এবার বুবলীর সাথে সম্পর্ক ঠিক করে নিচ্ছেন?

অপু বিশ্বাসের প্রতিক্রিয়া এবং ১৫ জুনের স্ট্যাটাস

বুবলীর সাথে শাকিবের ছবিগুলো ভাইরাল হওয়ার পর, সবাই, বিশেষ করে সাংবাদিক ও ভক্তরা, অপু বিশ্বাসের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিলেন। সম্প্রতি ঢাকার বনানীতে একটি অনুষ্ঠানে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়।

তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে খুব কৌশলী জবাব দেন। তিনি বলেন, এই বিষয়ে তার কী বলার আছে, তা জানতে হলে তার ১৫ জুন তারিখে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি পড়ে নিতে।

১৫ জুনের সেই স্ট্যাটাসে অপু বিশ্বাস যা লিখেছিলেন তার মূল কথাগুলো হলো:

তিনি লক্ষ্য করেছেন যে, যখনই তিনি তার ছেলের সাথে কোনো সুন্দর মুহূর্তের ছবি বা ব্যক্তিগত কোনো স্মৃতি ফেসবুকে শেয়ার করেন, ঠিক তারপরেই সেই বিষয়কে কেন্দ্র করে এক ধরনের “অপ্রয়োজনীয় প্রতিযোগিতা” শুরু হয়ে যায়। এখানে তিনি মূলত বুবলীর দিকেই ইঙ্গিত করেছেন।

তিনি স্পষ্ট করে বলেন যে, তিনি তার ছেলের বাবা অর্থাৎ শাকিবের সাথে যে সুন্দর মুহূর্তগুলো কাটান বা তার ছবি পোস্ট করেন, তা সম্পূর্ণভাবে তার ছেলে জয়ের মানসিক বিকাশের কথা ভেবেই করেন। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই।

অপু লেখেন, “আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু ‘কাউন্টার প্রচেষ্টা’ শুরু হয়।” এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, তিনি ছবি দেওয়ার পরেই অন্য পক্ষ (বুবলী) যেন তাকে টেক্কা দেওয়ার জন্য ছবি পোস্ট করেন।

সবশেষে তিনি দৃঢ়ভাবে জানান যে, তিনি এই “অসুস্থ প্রতিযোগিতায় নেই”। সম্মান নিজেকেই অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। তিনি কারো সাথে পাল্লা দিতে বা নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারো মতো হতে রাজি নন।

যুক্তরাষ্ট্রে বুবলীর সাথে শাকিবের ছবি দেখে অপু বিশ্বাস কোনো নতুন মন্তব্য করে বিতর্কে জড়াতে চাননি। বরং, তিনি তার আগের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বার্তা দিয়েছেন যে, তিনি এই ধরনের সামাজিক মাধ্যমের প্রতিযোগিতাকে অবজ্ঞা করেন। তার কাছে তার সন্তান ও নিজের সম্মানই বড়। তিনি যা করেন, তা ছেলের মঙ্গলের জন্য করেন, কারো সাথে প্রতিযোগিতা করার জন্য নয়। এই কৌশলী জবাবের মাধ্যমে তিনি নিজেকে এই বিতর্কের ঊর্ধ্বে রাখার চেষ্টা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST