গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ-
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য মরিয়া হয়ে ওঠেন ধর্মপ্রান মুসলমান।সকাল থেকেই নতুন পায়জামা,পানজাবি, টুপি পরে ভীর জমায় ঈদগাহ মাঠে।
এরই ধারাবাহিকতায় তালতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন সকল ধর্মপ্রান মুসলমান, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ।
সকাল সাড়ে ৮টা থেকেই কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করতে মুসল্লিরা জড়ো হতে থাকেন।
এই জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন সুন্দরগঞ্জ উপজেলার ডোমের হাট মসজিদের খতিব মোঃ ফারুখ মিয়া।তিনি তার খুতবায় ঈদুল ফিতরের ফজিলাত তুলে ধরেন ও সেই সাথে উম্মতি মোহাম্মদি সকলের জন্য দোয়া করেন।