ঢাকাSunday , 24 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শামীমা হত্যার রহস্য উদঘাটন দুই বন্ধুকে নিয়ে পালাক্রমে ধর্ষণের পর শামীমাকে হত্যা করে পাষণ্ড স্বামী সাইদুর হত্যাকাণ্ডে জড়িত সাইদুরসহ আটক-৩

দেশ চ্যানেল
September 24, 2023 6:24 am
Link Copied!

তুষার কবিরাজ (খুলনা) প্রতিনিধি :

খুলনায় চাঞ্চল্যকর শামীমা হত্যার মুলহোতা সাইদুরের স্বীকারোক্তিে হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত আরোও ২জন মোঃ সোহাগ মোল্লা (২০) ও শরিফুল ইসলাম তপু(২৬) কে আটক করেছে কেএমপির হরিণটানা থানা পুলিশ।মোঃ সোহাগ মোল্লা খুলনা মহানগরীর রায়ের মহল মন্দিরের মোড় এলাকার বাসিন্দা মোঃ জামাল মোল্লার ছেলে এবং শরিফুল ইসলাম তপু একই এলাকার আব্দুল মালেক রোডের বাসিন্দা মোঃ মকিতুর রহমানের ছেলে। গত ইং ২১ সেপ্টেম্বর গোপন তথ্যের ভিত্তিতে আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকা থেকে শামীমা হত্যার মুলহোতা ঘাতক স্বামী সাইদুরকে গ্রেফতার করে হরিণটানা থানা পুলিশ। থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুরের দেয়া তথ্যের ভিত্তিতে গত ইং ২২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার সময় রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত সোহাগ ও তপুকে আটক করতে সক্ষম হন কেএমপির হরিণটানা থানা পুলিশ।পুলিশের জিজ্ঞাসাবাদে সাইদুরের দেয়া স্বীকার উক্তিতে ও থানা পূলিশের তথ্য মতে ঘটনার বিবরণ,দিনটি ছিলো ০৩ জুলাই সোমবার পারিবারিক কলহের জেরে মেয়ের উপর স্বামীর উপুর্যপরি নির্যাতন সহ্য করতে না পেরে বাবুল সানা মেয়েকে নিয়ে আসেন তার বাড়িতে। এ ঘটনায় বাবুল সানার পরিবারের সঙ্গে শামীমার স্বামী সাইদুর রহমানের পরিবারের প্রচন্ড বাকবিতন্ডা হয়। যে কারনে ধীরে ধীরে ক্ষোভ রাগ ঘৃণা এবং প্রতিশোধের আগুন জমতে থাকে সাইদুরের মনে। সাইদুর আগে থেকেই নেশাগ্রস্ত ছিলো। সে তার ঘনিষ্ঠ সহযোগিদের সাথে নিয়ে প্রতিশোধের পরিকল্পনার ছক আঁকতে থাকে।পরিকল্পনা অনুযায়ী পরের দিন মঙ্গলবার (০৪ জুলাই)রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় সহযোগী সোহাগকে নিয়ে সাইদুর শ্বশুর বাড়ি যায়। কৌশলে নিজের অভিনয়কে কাজে লাগিয়ে শামীমার দূর্বলতার সুযোগ নিয়ে তাকে সামান্য একটি মোবাইল ফোন এবং একটি বোরকা কিনে দেয়ার কথা বলে প্রলু্ব্ধ করে। শামীমার কোমলমতি মন স্বামী সাইদুরের কথায় গলে যায়। সে তাকে বিশ্বাস করে ক্ষমা করে দেয়। মোবাইল ফোন এবং বোরকা পাওয়ার আশায় নতুন করে সংসার সাজিনোর স্বপ্ন চোখে নিয়ে স্বামীর হাত ধরে বয়রা বাজারের উদ্দেশ্যে রওনা হয় শামীমা কিন্তু বাজারে পৌছানোর আগেই হরিণটানা থানাধীন আন্দিরঘাট ব্রীজের নিকট ভ্যান থামিয়ে পাশ্ববর্তী একটি আবাসিক প্রকল্পের কাশবনের জঙ্গলে নিয়ে শামীমার উপর হামলে পড়ে সাইদুর রহমান। প্রথমে শামীমাকে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক মেলামেশায় বাধ্য করে। ইতিমধ্যে ঘটনা স্থলে পৌছে যায় সাইদুরের দুই সহযোগী সোহাগ এবং তপু। তারাও পাষন্ড স্বামী সাইদুরের কথামতো শামীমাকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর আসে সেই অন্তিম মুহুর্ত। সহযোগী সোহাগ চেপে ধরে শামিমার দুই পা এবং তপু চেপে ধরে শামিমার দুই হাত। তখন এই ঘটনার মাস্টার মাইন্ড সাইদুর নেশাগ্রস্ত অবস্থায় তার রাগ ঘৃণা আর প্রতিশোধের আগুন নিভাতে চেপে ধরে শামীমার গলা। ২/৩ মিনিটের মধ্যেই একটি স্বপ্ন এবং একটি অপরিণত সবুজ জীবনের চির অবসান ঘটে।সাথে সাথে অবসান ঘটে ৫ মাসের দাম্পত্য জীবনের।তখন শামীমার লাশ ফেলে রেখে সাইদুর ও তার দুই সহযোগী সোহাগ ও তপু পালিয়ে যায়।পরদিন বুধবার (৫জুলাই) দুপুর নাগাদ হরিণটানা থানা পুলিশ শামীমার মৃতদেহ উদ্ধার করে।একদিন পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিম ঘরে এসে উম্মাদ পিতা বাবুল সানা সনাক্ত করে তার অতি আদরের কন্যা শামীমার লাশ। এ ঘটনায় আসামী সোহাগ ও তপু হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার দায় স্বীকার করেছে এবং ঘাতক সাইদুর হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।গ্রেফতারকৃত আসামীরা জেলহাজতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST