শার্শা উপজেলা প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও গরীব মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন শার্শা উপজেলার গণমানুষের প্রিয় নেতা এবং যশোর-১ (শার্শা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় অসহায় পরিবারের মাঝে শাড়িসহ নানা উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সামটা ইউনিয়নে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক হাসান,উলাশীর রামপুরে মোঃ জাহাঙ্গীর আলম, শার্শা উপজেলা জামায়াতের থানা সেক্রেটারি এবং মাওলানা শেরশাহ,কায়বা ইউনিয়নে ফিরোজ আল মাহমুদ ও গাজী রুহুল আমিন,বাগআঁচড়া ইউনিয়নে নজরুল ইসলাম,নিজামপুর ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক এবং লক্ষ্মণপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ ও আবুল হাসান।
উপহার গ্রহণকারীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন,আমরা খুব গরীব মানুষ। শাড়ি কেনার মতো সামর্থ্য নেই।
আজ শাড়ি পেয়ে আমরা খুব খুশি।এমন একজন ভালো মানুষকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই,যার কথা আর কাজের মিল আছে।তাই আমরা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষেই থাকবো।”
এ সময় মাওলানা আজীজুর রহমান বলেন,”ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ সমাজ গঠন করাই আমাদের লক্ষ্য।সবার সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই।”
এ আয়োজনকে ঘিরে এলাকায় আনন্দ ও কৃতজ্ঞতার সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।