ঢাকাWednesday , 3 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষা সম্পন্ন, ২০ জন শিক্ষার্থী নির্বাচিত হবে — নতুন ব্যাচের ঘোষণা দিলেন ইউএনও।

দেশ চ্যানেল
September 3, 2025 6:25 pm
Link Copied!

শার্শা (যশোর) প্রতিনিধি

শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাফিক্স ডিজাইন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের বাছাই পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শার্শা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত বাছাই পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২২০ জন আবেদনকারী অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফল এবং এসএসসি রেজাল্টের ভিত্তিতে ২০ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। তারা এই বিশেষ প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন এবং আধুনিক তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন।

উপজেলা নির্বাহী অফিসার (UNO) জনাব কাজী নাজিব হাসান বলেন “তরুণদের আইটি বিষয়ে দক্ষ করে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ দেখে আমরা আনন্দিত। আগামী মাসে আমরা নতুন একটি ব্যাচ চালুর পরিকল্পনা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) অফিসার শুভেন্দু হালদার এবং শার্শা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ার হোসেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণ সম্পন্ন হলে শিক্ষার্থীরা গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ফ্রিল্যান্সিং ও স্বনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST