যশোর শার্শা প্রতিনিধি-ইব্রাহিম খলিল
যশোরের শার্শায় জামায়াতে ইসলামী ৩ জুলাই বৃহস্পতিবার এক হৃদয়স্পর্শী দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করে। শার্শা দারুল আমান ট্রাস্ট ও সামটা মুসলিম এতিমখানায় এই আয়োজনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয় এবং পঙ্গুদের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাও. হাবিবুর রহমান বলেন, “যারা নিজেদের জীবন উৎসর্গ করে ১৬ বছরের স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন এবং ইসলামের কথা বলার সুযোগ আমাদের দিয়েছেন, তাদের জন্য দোয়া না করলে তা হবে অকৃতজ্ঞতা।”
এছাড়া, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. ফারুক হাসান, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও. রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট জাহাঙ্গীর আলমসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জামায়াত নেতৃবৃন্দ এতিম শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।