ঢাকাSunday , 27 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

শার্শার প্রবীণ আলেম মাওলানা ইসহাক সাহেবের ইন্তেকাল, জানাজায় জামায়াত নেতৃবৃন্দ ও আলেমদের ঢল।

দেশ চ্যানেল
July 27, 2025 1:55 pm
Link Copied!

ইব্রাহিম খলিল |শার্শা যশোর প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার প্রখ্যাত আলেমে দ্বীন, প্রবীণ রোকন ও ঝিকরগাছা কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা মোঃ ইসহাক সাহেব (রহ.) আজ শনিবার ভোরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার ইন্তেকালে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ, দ্বীনি খেদমতের অগ্রদূত এবং তরুণ আলেমদের অনুপ্রেরণার উৎস ছিলেন।

আজ জোহরের নামাজের পর নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, তার শিষ্য, শুভানুধ্যায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আগত অগণিত আলেম-ওলামা অংশগ্রহণ করেন।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন,মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর, জামায়াতে ইসলামী, যশোর জেলা এডভোকেট জাহাঙ্গীর আলম, সেক্রেটারি, জামায়াতে ইসলামী, শার্শা উপজেলা মাওলানা আঃ হাই মাওলানা মিজানুর রহমান সহ অন্যান্য আলেম, শিক্ষক ও সামাজিক ব্যক্তিবর্গনেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্থানীয় আলেম-উলামা মনে করছেন, মাওলানা ইসহাক সাহেবের ইন্তেকালে ইসলামী অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো, যা সহজে পূরণ হবার নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST