শার্শা উপজেলা প্রতিনিধি
আজ ৩/৩/২০২৫ সোমবার ইফতারের আগমুহূর্তে, বাবা জয়নাল আবেদীন (৭০) ও ছেলে আলম (৪০) কথা কাটাকাটিকে কেন্দ্র করে ঝামেলা তৈরী হয়।
তার বাড়ি মসজিদের সামনে হওয়ায়, ইফতারে আগত এক মুসুল্লি আবু তাবেল (৪৮) তাদেরকে থামাতে গেলে, তখন আলম তার হাতের গাছি দা দিয়ে আবু তালেবের হাতে আঘাত করে, তখন এই ঘটনা তার ছোট ভাই আব্দুল ওহিদ দেখে ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে তখন তাকেও কোপ বসিয়ে দেও, এভাবে একে একে ৫জন ঠেকাতে গেলে আলম এলোপাতাড়ি ভাবে কুপায়। এভাবে চলতে থাকলে তখন ঘটনাস্থলে এলাকাবাসী ও শার্শা থানার পুলিশ মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তাৎক্ষণিক আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে পাঠানো হয়।