শার্শা উপজেলা প্রতিনিধি
যশোরের বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পৌর শাখার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এ সমাবেশে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন হযরত মাওলানা মোঃ রিয়াজহাত আলী, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পৌর শাখা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোঃ আজিজুর রহমান, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (যশোর-১, শার্শা)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হযরত মাওলানা হাবিবুর রহমান (নায়েবে আমীর, যশোর জেলা), জনাব অধ্যাপক গোলাম কুদ্দুস (সহকারী সেক্রেটারি, যশোর জেলা), হযরত মাওলানা রেজাউল করিম (সহকারী সেক্রেটারী, যশোর জেলা), জনাব মোঃ রিজাউল ইসলাম (আমীর, বেনাপোল পৌর শাখা) এবং হযরত মাওলানা ইউসুফ আলী (সেক্রেটারি, বেনাপোল পৌর শাখা)।
সমাবেশে মাওলানা আজিজুর রহমান বলেন, “আমি যদি সুযোগ পাই, তাহলে শার্শা উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতি মুক্ত একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এছাড়া, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি ছাড়া বিকল্প নেই।”
সমাবেশে এলাকার মানুষ ও দলীয় নেতা-কর্মীরা ব্যাপক উপস্থিতি ছিলেন।