শার্শা উপজেলা প্রতিনিধি
আজ ২১/০২/২০২৫ সকাল ৮টায় বাংলাদেশ জামায়াত ইসলামীর শার্শা উপজেলার যুব বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আর র্যালির আয়োজন করা হয়।
উক্ত র্যালি নাভারণ হাসপাতাল মোড় থেকে শুরু করে নাভারণ সাতক্ষীরা মোড়ে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট জাহাঙ্গীর আলম সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী, শার্শা উপজেলা,
জনাব অধ্যাপক মাওলানা ইয়াহইয়া,সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী ১০নং শার্শা ইউনিয়ন, জনাব আবুল কালাম আজাদ, সভা যুব বিভাগ জামায়াত ইসলামী শার্শা উপজেলা, জনাব মাওলানা শের শাহ সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী ০৯উলাশী ইউনিয়ন, প্রমুখ।
এসময় বক্তারা বলেন আমরা আমাদের মাতৃভাষা বাংলা হিসাবে পেয়েছি রক্তের বিনিময়ে, সুতরাং আমার এই মাতৃভাষা ভাষার মর্যাদা দিতে হবে।
আরো বলেন এই ভাষা আন্দোলনে যার ভুমিকা ছিল তিনি আমাদের নেতা শহীদ অধ্যাপক গোলাম আযম সাহেব,আজ এই ইতিহাস বিকৃতি করে তাকে মাইনাছ করা হয়েছে।