রাজু আহমাদ,শালিখা (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শালিখায় ৫০ পিচ ইয়াবাসহ জাফর মুন্সী নামে (৪৭) এক মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে শালিখা উপজেলার চতুরবাড়িয়া বাজারে ইয়াবা বিক্রয়কালে তাকে আটক করা হয়। জাফর মুন্সী শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের গোয়ালখালী গ্রামের মৃত আফছার মুন্সীর ছেলে। শালিখা থানা অফিসার অফিসার ইনচার্জ (ওসিমোশাররফ হোসেন এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন গাজীর নেতৃত্বে পুলিশএকটি চৌকশ টিম তাদের আটক করেন। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিটলারেন্স নীতি বাস্তবতায়নের লক্ষ্যে শালিখা উপজেলাকে মাদক মুক্ত করতে মাগুরা জেলা পুশিল সুপার মশিউদ্দৌলা রেজা পিপিএম(দিকনির্দেশনায় আমাদের অভিযান চলছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জাফর মুন্সীকে ৫০ পিস ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক কোর্টে সোপর্দ করা হয়েছে । পাশাপাশি মাদকদ্রব্যের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।