ঢাকাWednesday , 11 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শালিখায় দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভা ও নবাগত ইউএনওকে শুভেচ্ছা বিনিময়

দেশ চ্যানেল
October 11, 2023 12:49 pm
Link Copied!

রাজু আহমাদ,শালিখা (মাগুরা) প্রতিনিধি:

শিষ্টাচার ও শৃঙ্খলা রক্ষার্থে মাগুরার শালিখা উপজেলার ১৬৮ টা পূজা মন্ডপে কোনো ডিজে গান চালানো যাবে না, বসাতে হবে সিসি ক্যামেরা, রাখতে হবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। নান্দনিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় পরিবেশ সুন্দর থাকলে করা হবে পুরস্কৃত। সনাতন ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পূজা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ। সিন্ধান্তটি বাস্তবায়নের জন্য একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উন্মে তাহমিনা মিতু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন। এছাড়াও উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি শংকর বিশ্বাস, যুগ্মসাধারণ সম্পাদক দীপঙ্কর মজুমদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, পূজা উদযাপন কমিটির ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সম্পাদক বৃন্দ, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
একই সময় নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীকে সম্মিলিত ভাবে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন উপস্থিত সকলে।নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনির বদলিজনিত কারনে পদটি শুন্য হলে গত বৃহস্পতিবার ০৫/১০/২৩ তারিখ উক্ত পদে যোগদান করেন হরেকৃষ্ণ অধিকারী।এর পূর্বে তিনি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন বলেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে সকল ধর্মের লোকেরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে এটি তাদের সাংবিধানিক অধিকার। তাই আসন্ন দুর্গাপূজাকে উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। তিনি আরো বলেন, শালিখা উপজেলায় অতীতে কখনই কোনো সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা বাঁধে নাই, আশা করি আগামীতেও বাঁধবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST