ঢাকাTuesday , 27 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

শালিখায় পল্লীবিদ্যুৎ সমিতির অভিযোগ ও সেবা প্রদানের গণশুনানি অনুষ্ঠিত 

দেশ চ্যানেল
February 27, 2024 2:01 pm
Link Copied!

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শালিখায় পল্লী বিদ্যুৎ সমিতির নানাবিধ বিষয়ে অভিযোগ, প্রতিকার ব্যবস্থা ও সেবা প্রদানে প্রতিশ্রুতির বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ গণশুনানিতে শালিখা উপজেলার সাতটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন। এ সময় গ্রাহকরা বাড়ির উপরে বৈদ্যুতিক লাইন, বিকাশের মাধ্যমে বিল প্রদানসহ বৈদ্যুতিক লাইন সংযোগের বিষয়ে নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। প্রত্যুত্তরে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) দেব কুমার মালো গ্রাহকদের সমস্যা সমাধানে পরামর্শ প্রদান করার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি ম্যানেজার (ডিজিএম) আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, বীর মুক্তিযোদ্ধা সর্দার ফারুক হোসেন, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস রেজাউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির পারনান্দুয়ালী শাখার সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আনিচুর রহমান, মাগুরা জেলা পরিষদের সদস্য মুন্সী আবু হানিফ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST