শালিখা ( মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শালিখা উপজেলার, আড়পাড়া ইউনিয়নের শ্রীহট্ট দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৬ শে জানুয়ারি রবিবার সকাল দশটায় শ্রীহট্ট দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোঃ রোকন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন মাগুরা জেলার,উপ-পরিচালক জনাব মুজিবুল্লাহ ফরহাদ। এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সরকারি সকল সুযোগ সুবিধা সহ আমি ব্যক্তিগতভাবে খেয়াল রাখবো ,পাশাপাশি অভিভাবক সহ এই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা প্রয়োজন। এক দিন এ প্রতিষ্ঠান থেকে সোনার ছেলে তৈরি হবে। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোঃ শওকত আলী মাস্টার এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , আব্দুল হাই সিদ্দিকী। ফিল্ড অফিসার, ইসলামিক ফাউন্ডেশন মাগুরা। মোহাম্মদ বোরহান উদ্দিন, ফিল্ড সুপারভাইজার ,ইসলামিক ফাউন্ডেশন শালিখা উপজেলা। সার্বিক পরিচালনা করেন, হাফেজ মোঃ ইকরাম উদ্দিন , হেড ইনচার্জ, শ্রীহট্ট দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা।হাফেজ মাওলানা মোহাম্মদ ইহসানুল হক সহকারি শিক্ষক । অফিস সহকারী,রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি নজরুল ইসলাম বিশ্বাস। জাকাতুর ইসলাম। আতর আলী মোল্লা, সাংবাদিক রাজু আহমাদ সহ আরো অভিভাবক বৃন্দ।
এ সময় প্রধান অতিথির হাত দিয়ে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রথম শ্রেণীতে ,প্রথম স্থান -হাদিউজ্জামান দ্বিতীয় স্থান- আবু সিনা তৃতীয় স্থান -তাসনিম খাতুন। দ্বিতীয় শ্রেণীতে, প্রথম স্থান- নুসরাত জাহান দ্বিতীয় স্থান- জিহাদুল ইসলাম তৃতীয় স্থান -তাসকিন। তৃতীয় শ্রেণীতে, প্রথম স্থান- মিনহাজ উদ্দিন দ্বিতীয় স্থান- তাসনিম খাতুন তৃতীয় স্থান- রাফি শেখ। চতুর্থ শ্রেণীতে, প্রথম স্থান-রাহাত দ্বিতীয় স্থান- আবু রায়হান তৃতীয় স্থান-জুই খাতুন।
বেসরকারিভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী। প্রথম শ্রেণীতে – মোছাম্মৎ তাসনিম খাতুন।দ্বিতীয় শ্রেণীতে-মোছাম্মদ নুসরাত জাহান, তৃতীয় শ্রেণীতে_মোহাম্মদ রাফি শেখ। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ।